মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

News News

Desk

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সংগঠন “বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)”বরিশাল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১২ টায় বরিশাল নগরী’র ফকিরবাড়ী রোড’র শিক্ষক ভবনের সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)”বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরন হালদার বলেন, দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা।

পরিতাপের বিষয় আমরা এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১,০০০/- টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং ৫০০/- টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাসে একই একাডেমিক সময়সূচিতে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। তাছাড়া সহকারি প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেল প্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারি প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোস রয়েছে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকিৎসার মৃত্যুবরণ করছেন।

তাছাড়া কয়েক বছর যাবৎ কোন প্রকার সুবিধা না দিয়েই অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছিলাম। পরিতাপের বিষয় অদ্যাবধি এবিষয়ে কোন প্রতিকার পাইনি।

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ সংবাদ সম্মেলন করে সরকারের নিকট আমাদের দাবিনামা পেশ করে আসছি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছি। পাশাপাশি নিয়মতান্ত্রিক ভাবে উপজেলা থেকে শুরু করে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালনসহ মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি।

বিভিন্ন সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছি। গত ১৪ মার্চ ২০১৮ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় দুই লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে এযাবৎকালের সর্ববৃহৎ মহাসমাবেশ করেছি।

গত ২৩ মার্চ, ২০২২ সারাদেশে জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে যথাক্রমে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি পেশ করেছি।

শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন, সরকার অবিলম্বে যদি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না করে তা হলে আগামীতে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবেন।আর এর দায় সরকারকেই নিতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)”বরিশাল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন