বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডে নির্বাচনী পোস্টার ছেঁড়ায় গ্রেফতার ২

News News

Desk

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোটের আগে প্রচারণার শেষ দিকের এ সময়টাতে হামলা-ভাঙচুর এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।

একইসাথে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় বাধা, মারধর, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইক ভাংচুরসহ নানান অভিযোগে উত্তপ্ত হতে শুরু করেছে নির্বাচনী মাঠ।

গতকাল রোববার (০৪ জুন) দুপুরে বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডে প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী শরীফ মো. আনিছুর রহমান (আনিছ শরীফ)।

ধান গবেষণা রোডের নিজ বাসার সামনে নির্বাচনী কার্যালয়ে বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী শরীফ মো. আনিছুর রহমান (আনিছ শরীফ) জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাফিন মাহামুদ (তারিক) ও তার লোকজন আমার পুরাতন বাড়িতে গিয়ে দিনের বেলা নৌকার পোস্টার ছিঁড়ে ফেলে এবং আমাদের উদ্দেশ্যে গালাগালি করে।

আমার ছোট ভাই আমাকে খবরটি জানালে আমি কয়েকজনকে নিয়ে সেখানে গিয়ে একজনকে ধরে ফেলি। তাকে জিজ্ঞাসা করলে তারিকের নির্দেশে নৌকার পোস্টার ছেঁড়ার বিষয়টি নিশ্চিত করে।

এরপর চান নামে তারেকের বডিগার্ড ঘটনাস্থলে এসে হুমকি-ধামকি দিলে তাকেও স্থানীয়রা দেশিয় অস্ত্রসহ ধরে ফেলে। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে আসলে স্থানীয়রা জড়ো হয়ে তারেককে গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কামনা করছি। ভোট চাইতে গিয়ে সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা বলার লোক আমিনা। তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাফিন মাহামুদ (তারিক) এবং তার লোকজন আমাকে উৎখাত করতে চায়।

আমার লোকজনকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমি চাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যেন বজায় থাকে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম-বিপিএম বলেন, ২৪নং ওয়ার্ডে হামলার একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।

ওই এলাকার মানুষ আমার কাছে এসে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।