বিসিসি নির্বাচন : ১৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

News News

Desk

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৪ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত আসনে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বিপরীতে ১৭৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসম্পূর্ণ হলফনামা, তথ্যের গড়মিল, সমর্থনসূচক স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে প্রার্থীরা ১৯ থেকে ২১ মে পর্যন্ত আপিল করতে পারবেন। প্রার্থীদের আপিলের বিষয়ে ২২ থেকে ২৪ মে পর্যন্ত নিষ্পত্তি করার দিন ধার্য রয়েছে।

বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীর মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডে একজন, ২নং ওয়ার্ডে তিনজন, ৩নং ওয়ার্ডে দুইজন, ১৩নং ওয়ার্ডে একজন, ১৭নং ওয়ার্ডে দুইজন, ২২নং ওয়ার্ডে একজন ও ২৭নং ওয়ার্ডে দুইজন।

এছাড়া সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মধ্যে ৬ ও ৮নং ওয়ার্ডে একজন করে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে।

এদিকে আজ সকালে ১০ মেয়র প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করে কমিশন। এরমধ্যে দুইজন আপিল করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১২ জুন হতে যাওয়া সিটি নির্বাচনে কাউন্সিলর পদে ২৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ১৮৮ জন মনোনয়নপত্র জমা দেন। যার মধ্য থেকে ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন।

সূত্র : ঢাকা পোস্ট