বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

News News

Desk

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৫ মে) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইউনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক বরিশাল মহানগর ছাত্রলীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।

এর আগে গত রবিবার রাতে বিসিসি নির্বাচনে নৌকার ৩ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ অন্যদের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই রাতে আহতদের একজন নগরীর কাউনিয়া থানায় মান্নাসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামী হিসেবে ওই রাতেই মান্নানসহ ১৩ জনকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন