ঘূর্ণিঝড় মোখা : চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ

News News

Desk

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে বন্দরের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ‘এলার্ট- ৪’ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সাথে বন্দরের যাবতীয় কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে ‘এলার্ট- ৪’ জারি করা হয়েছে। বন্দরের কনটেইনার উঠা-নামাসহ সকল ধরনের কনটেইনার হ্যান্ডলিং বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্দর জেটির সুরক্ষায় শনিবার (১৩ মে) সকাল থেকে বন্দরের জেটি থেকে সকল জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিকটবর্তী এলাকায় নোঙরে থাকা সকল লাইটার জাহাজকে কর্ণফুলী নদীতে সরিয়ে ফেলা হয়েছে।

বড় জাহাজগুলোকে বন্দরের বহিঃনোঙরে পাঠানো হয়েছে। বন্দরের জেটি, ইকুইপমেন্টসহ বন্দরের চ্যানেলের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র : রাইজিংবিডি.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড