আবারও বেড়েছে হজযাত্রী নিবন্ধনের সময় News News Desk প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩ অনলাইন ডেস্ক : হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজের নিবন্ধন চলবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে সপ্তম বারের মতো এই নিবন্ধনের সময় বাড়ানো হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ রয়েছে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সিস্টেমে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। সে হিসাবে এখনো নিবন্ধনের বাকি ৯ হাজার ৩৮ জন। এ অবস্থায় ফের নিবন্ধনের সময় বাড়ানো হলো। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES ইসলাম বিষয়: