দেশের কয়েকটি অঞ্চলে বাড়তে পারে তাপমাত্রা

News News

Desk

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেটে যাওয়ায় তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। সোমবার (২৭ মার্চ) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সোমবার (২৭ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আগামী দু’দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন