
অনলাইন ডেস্ক : সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে সিয়াম সাধনার মাস মাহে রমজান।
এমন ঘোষণা দিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, খালি চোখে চাঁদ দেখার জন্য মঙ্গলবার (২২ মার্চ) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও মিসরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। এছাড়া মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও সেদিন থেকেই শুরু হচ্ছে পবিত্র মাসে রমজান।
এদিকে, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
তবে, সৌদি আরবের একটি স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আবারও বৈঠক করবে।
এর আগে, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ কোথাও দেখা গেলে তা দেশটির স্থানীয় যেকোনো আদালতকে জানানোর জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম