তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

News News

Desk

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তেজকুনিপাড়া বটতলা এলাকায় বস্তির কিছু ঝুপড়ি ঘরে লাগা এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রাতে ফায়ার সার্ভিস দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেনও এ তথ্য জানান।

তিনি বলেন, তেজগাঁও তেজকুনিপাড়া একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় আরও ছয়টি ইউনিট। এখনও বিস্তারিত জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম