করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ৩

News News

Desk

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত আছে।

রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৭ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৮৪ জন। ২৪ ঘণ্টায় ১২৬৩টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় ১২৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৪ শতাংশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন