করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ৬

News News

Desk

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জনে।

এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ২৮৩ জন।

২৪ ঘণ্টায় ১৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৯২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন