আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটেই ক্ষমতায় আসে : স্বরাষ্ট্রমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাস-জঙ্গীবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস জঙ্গীবাদের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশে এসেছি।

শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতায় আসে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে।

এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালে আমরা একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আবদুল মান্নানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের,

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন