ঢাকাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে রংপুর News News Desk প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩ অনলাইন ডেস্ক : অধিনায়ক সোহানের নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে তিন বল হাতে রেখেই ঢাকা ডমিনেটর্সকে ২ উইকেটে হারিয়েছে রংপুর। ব্যাট হাতে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক সোহান। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ঢাকার ব্যাটাররা। পুরো ২০ ওভার ব্যাট করতে সক্ষম হলেও ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১৩০ রান তুলতে পারেন নাসির-সৌম্যরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে ছিল ঢাকা। দলীয় ১১ রানেই প্রথম ব্যাটারের উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথম ওভারেই রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ মিঠুন (৫)। পরের ওভারে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহর বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাসির হোসেন (৩)। আরেক ওপেনার সৌম্য সরকারও পারেননি চাপের মুখে হাল ধরতে। ১২ বোল মোকাবিলা করলেও মাত্র ৩ রান করে আজমতুল্লাহর দ্বিতীয় শিকারে পরিণত হন এই বাঁহাতি ব্যাটার। এরপর আব্দুল্লাহ আল মামুন ও অ্যালেক্স ব্লেক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারাও খুব বেশিদূর যেতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান এসেছে আরিফুল হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মামুন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড