বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে যুবদলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩ স্টাফ রিপোর্টার : ৪ ফেব্রুয়ারি বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল বরিশাল মহানগর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নগরীর বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর যুবদলের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন , বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনোকুল ইসলাম, মহানগর বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ। প্রস্তুুতি সভায় বক্তারা ৪ ফেব্রুয়ারী বরিশাল জিলা স্কুল মাঠে ব্যাপক নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমাবেশ সফল কারার আহবান জানায়। SHARES রাজনীতি বিষয়: