বরিশালে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই গ্রুপের সংঘর্ষ News News Desk প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ মো: সাজ্জাদ হোসেন হৃদয় অনলাইন ডেস্ক : গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে বিএনপির সমাবেশে মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ এ সংঘর্ষ চলার পর বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির সমাবেশস্থলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের দ্বন্দ্ব হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের সমর্থক প্রথমে হাতাহাতি পরে সংঘর্ষে লিপ্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সামনে। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES রাজনীতি বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড