করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ১৫ News News Desk প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও। শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৫ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ০ দশমিক ৫১ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২৩ শতাংশ ছিল। একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে ৩ জন এবং টাঙ্গাইল ও কক্সবাজার ১ জন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে। ২৪ ঘণ্টায় ১৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৯ হাজার ৩০৭ জন। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: