নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি

News News

Desk

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। কাল বুধবার (১১ জানুয়ারি) চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশের অনুমতি পাওয়ার কথা জানিয়ে ডা. এজেডএম জাহিদ বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করবো।

এর আগে দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান তিনি। তারা কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যান চলাচল স্বাভাবিক রেখে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন