ড. কামালের নেতৃত্বে জোট করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল : কাদের সিদ্দিকী News News Desk প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, আমি শয়তান নই, আমি মানুষ, আমি ভুল করি। শেখ হাসিনা আমাকে ভাইয়ের মর্যাদা দিয়েছেন। আমি আমার বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি। রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী আরও বলেন, আমার বড় বোন নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। বাংলাদেশ যতো দিন থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে সপরিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এরপর থকে রাজনীতিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: