ফরিদপুরে নির্ধারিত সময়ের আগেই শুরু বিএনপির গণসমাবেশ

News News

Desk

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

অনলাইন ডেস্ক : ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলীর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

তবে দলের কেন্দ্রীয় নেতারা দুপুর ২টায় মঞ্চে উঠবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সমাবেশের সভাপতিত্ব করছেন ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

ইতিমধ্যে গণসমাবেশস্থল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতে গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন।

বিভাগীয় এই গণসমাবেশের দুইদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, তাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে বাস-মিনিবাস ধর্মঘট ডাকা হয়েছে।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ করেছে দলটি।

সূত্র : দেশ রূপান্তর