ডেঙ্গু : দেশে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৭৯৬ News News Desk প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২ অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৮৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যায় আগের সব বছরের রেকর্ড। এর আগে, ২০১৯ সালে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৯৮ জনে। বর্তমানে ৩ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২২৯ জন। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: