বিদেশি পাঁচ পদের সিরাপ ব্যবহারে সতর্কতা জারি News News Desk প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২ অনলাইন ডেস্ক : বিদেশি তিনটি প্রতিষ্ঠানের পাঁচ পদের সিরাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বুধবার (২ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও) র্যাপিড অ্যালার্ট টিম অবগত করেছে। যেসব সিরাপের বিষয়ে রেড অ্যালার্ট করা হয়েছে তা হলো- পিটি কোনিমিক্সের প্যারিসিটামল ১৬০ এমজি, পিটি এয়ারিন্ড ফার্মাটিমার প্যারিসিটামল ১২০ এমজি, চলোরপিনিরামি মেলঅ্যাড ০.৫ এমজি, সিউডোহিডিরিন এইচসিআই ৭.৫ এমজি, ডেস্কট্রোমেথহোরহান এইচবিআর ৫ এমজি, ইউনির্ভাসেল ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রির প্যারিসিটামল ১২০ এমজি, গাইফেনসিন ২৫ এমজি, চলোরফিহেন ইরামিন মেলঅ্যাট এক এমজি, প্যারিসিটামল ১২০ এমজি, প্যারিসিটামল ১০০ এমজি। এমতাবস্থায় উপরিল্লিখিত ওষুধগুলো ব্যবহার থেকে বিরত ও সতর্ক থাকার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড