আইন করে রিজার্ভ খরচ করেছে সরকার : জি এম কাদের

News News

Desk

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার এক বছরে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে ৩৫ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। রিজার্ভের টাকা দিয়ে তারা রপ্তানি উন্নয়ন ফান্ড তৈরি করা হয়েছে।

বিমান, পায়রা সমুদ্রবন্দর, শ্রীলঙ্কাকে টাকা দিয়েছে। যে টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়েছে সেই টাকাও রিজার্ভে এখনও আছে দেখানো হচ্ছে। রিজার্ভের টাকা খরচ করার কোনো ক্ষমতা সরকারের ছিল না, তারা আইন প্রণয়ন করে রিজার্ভ খরচের ব্যবস্থা করেছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে পৌর শহরের মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জেলা জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে এ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা,

প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম, এটিএম তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে মোস্তফা আল মাহমুদকে সভাপতি ও আলহাজ্ব জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক এবং কাজী খোকনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য জেলা জাতীয় পার্টি কমিটি ঘোষণা করা হয়।

সূত্র : দেশ রূপান্তর