রাজধানীর সায়েদাবাদে দুই বাসের চাপায় কিশোর নিহত News News Desk প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রিফাত (১৬)। তার বাড়ি কিশোরগঞ্জ সদর জেলায়, বাবার নাম মো. কাজল মিয়া। নিহতের মামা মো. মনজেল মিয়ার বরাতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি জানান, মো. রিফাত গাড়ির মিস্ত্রির কাজ করত। আজ সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির কাজ করার সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার মামা। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: