সীমান্তে হত্যা দেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

অনলাইন ডেস্ক : ভারত তাদের সীমান্তরক্ষীদের নিয়ন্ত্রণে না রাখলে শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্রের দেশ হিসেবে তা লজ্জাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুই বাংলাদেশির নিহতের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে এ মন্তব্য করেন।

শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন ও সাতক্ষীরার খৈতলা সীমান্তে মো. আবু হাসান নিহত হন।

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে দুই দেশের অঙ্গীকারের পরও সম্প্রতি দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক।

কদিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি, আগেও বলেছি; এটি (সীমান্তে হত্যা) আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। কারণ, তারা তাদের বাহিনীকে যদি নিয়ন্ত্রণে না রাখে…ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড