পাকিস্তানের কাছে ২১ রানে হারল বাংলাদেশ

News News

Desk

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দেয়া ১৬৮ রানের লক্ষ্য টপকাতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৬ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। এতে ২১ রানে হারতে হয়েছে বাংলাদেশ দলকে।

শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। ভ্রমণ ক্লান্তির কারণে এই ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাট করা পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে করে ১৬৭ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৩তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে লিটন ও মোসাদ্দেককে বিপা্কে পড়ে টাইগাররা। মোসাদ্দেক শূন্য রানে ফেরেন। এছাড়া লিটন ফিরেছেন ২৬ বলে ৩৫ রানে।

পরের ওভারেই সাজঘরে ফেরেন আফিফ, ২৩ বলে ২৫ রান। ৮ বলে ৮ রান করে ফেরে অধিনায়ক সোহান।

১৮ বলে ১৪ রানে বলে ফিরে ওপেনার সাব্বির। ১১ বলে ১০ রানে আউট হয়ে সাজঘরে ফিরে মিরাজ। ওয়াসিম জুনিয়রের বলে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ দিয়ে পেসার তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন। এছাড়া ৪ ওভারে ২২ রানে নাসুম এক উইকেট, ২ ওভারে ১২ রানে এক উইকেট নেন মিরাজ। তবে ব্যর্থ টাইগারদের সেরা বোলিং তারকা মুস্তাফিজ। ওভার প্রতি ১২ রান খরচে ৪৮ রান দিয়েছেন তিনি, থাকেন উইকেট শূন্য। এ ছাড়া আরেক পেসার হাসান মাহমুদও ছিলেন বেশ ছন্দহীন। ৪ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

সূত্র : দেশ রূপান্তর