মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে ১ রোহিঙ্গা নিহত

News News

Desk

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সে বান্দরবানে অবস্থানরত রোহিঙ্গা মোহাম্মদ আইয়ুবের ছেলে ওমর ফারুক (১৭)। এ সময় আরো একজন গুরুতর আহত হন।

রোববার (২ অক্টোবর) দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামে দুই রোহিঙ্গা রোববার (২ অক্টোবর) সকালে তুমব্রুর মিয়ানমার সীমান্ত এলাকার পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়।

এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুকের দুই পা বিচ্ছিন্ন হয়ে সে মারা যায়।

আরেকজন প্রাণে রক্ষা পান। পরে তার মাধ্যমে খবর পেয়ে ফারুকের মরদেহ উদ্ধার করে সীমান্তবর্তী একটি কবরস্থানে দাফন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর গোয়েন্দাদের কাছ থেকে শুনেছি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ ফোন রিসিভ না করার কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস ফোন রিসিভ করেননি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এর আগে গত ১৭ সেপ্টম্বর শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে মোহাম্মদ ইকবাল (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হন।

এর আগের দিন (১৬ সেপ্টেম্বর) তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক বাংলাদেশি যুবক আহত হন। এ ঘটনায় আরও ছয় জন আহত হন।

সূত্র ; দেশ রূপান্তর