কুরিয়ারের কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণ, নিহত ১

News News

Desk

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর হাজারীবাগ বউ বাজার বালুর মাঠ বেরিবাঁধ এলাকায় মেট্রো এক্সপ্রেস নামে একটি কুরিয়ার সার্ভিসে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন আরো ৩ জন। নিহতের নাম ইলিয়াস বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দগ্ধরা হলেন আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

হাজারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, কুরিয়ার সার্ভিসে অফিসের ভেতরে কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণের ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, নিহতে পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধ তিনজনের অবস্থাই গুরুতর। তারা কুরিয়ার সার্ভিসটিতে লেবার হিসেবে কাজ করেন।

রাতে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিকট বিস্ফোরণ হয়। সেখানে একটি ড্রামে ক্যামিকেল ছিল বলে জানা গেছে।

সূত্র : দেশ রূপান্তর