
অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেলে ওই ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে গেলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে।
এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন দু’জন সংবাদকর্মী।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম