আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায় : আইভী

News News

Desk

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

এ সময় বাজেট ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে মেয়র বক্তব্য দেওয়া শুরু করলে বিদ্যুৎ চলে যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার কোনো অনুষ্ঠান থাকলেই বিদ্যুৎ চলে যায়। এটা বারবার কেন আমার অনুষ্ঠানেই হয় আমি জানি না।

সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে লোডশেডিংয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে থাকে পাঠাগার। এ সময় বাজেট ঘোষণা থামিয়ে অপেক্ষা করেন মেয়রসহ অন্যরা।

পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০১৩ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন