মদিনায় স্বর্ণ ও তামার নতুন খনির সন্ধান News News Desk প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ অনলাইন ডেস্ক : স্বর্ণ ও তামা সমৃদ্ধ নতুন একটি খনির সন্ধান পাওয়া গেছে সৌদি আরবের পবিত্র মদিনায়। এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস)। সংস্থাটির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে সৌদি প্রেস এজেন্সি। এসজিএস জানিয়েছে, মদিনা অঞ্চলে উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমানার মধ্যে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মদিনার ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়ে। এটি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট থেকে বিশেষ তামা উৎপাদনের সহায়ক। নতুন এসব খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরো ত্বরান্বিত হবে। উল্লেখ্য, সৌদি আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার। পাশাপাশি ২ কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সৌদি আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অর্থনৈতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড