ববিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিএ (চাটার্ড একাউন্টেন্ট) ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও আইসিএবি’র যৌথ আয়োজনে নিজস্ব জীবনানন্দ দাশ কনফারেন্স হলে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট শাহাদাত হোসেন এফসিএ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, আইসিএবি’ ভাইস প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং আইসিএবির ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া হক এফসিএ। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তারের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের চেয়ারম্যান রাকিবুল ইসলাম। সেমিনারে অন্যান্যদের মধ্যে আইসিএবির সিইও সুভাশীষ বোস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ড. প্রবীর কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক আবদুল আলিম বছির এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী সহ অংশগ্রহণ করেন। বক্তারা চাটার্ড একাউন্টেন্ড ক্যারিয়ার বিষয়ের উপর বিস্তারিত আলোকপাত করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES শিক্ষাঙ্গন বিষয়: