বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে জন্য কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ সংগৃহীত ছবি অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। বিভিন্ন দেশের পুলিশের সক্ষমতা বাড়াতে ইন্টারপা (আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারপা আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সম্মেলন সাইবার অপরাধ দমনে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের সুযোগ ঘটাবে। পাশাপাশি, দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য এর সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমরা যদি সাইবার জগতের সম্ভাব্য হুমকি ও ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন না করি, তাহলে পুলিশের সক্ষমতা ও উদ্যোগগুলো বিফলে যাবে। তাই, বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন সাইবার জগতের দিকে মনোনিবেশ করছে। বর্তমানে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তিগত সেবা বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, অনলাইন ইমিগ্রেশন, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ও ই-ট্রাফিক সিকিউরিটি সিস্টেম ইত্যাদির মাধ্যমে জনগণকে সেবা দিচ্ছে। বাংলাদেশ পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে কয়েক দশক ধরে অর্থনীতি, সামাজিক জীবনে উন্নতির ফলে অপরাধ এবং অপরাধীদের ধরনে পরিবর্তন এসেছে। অপরাধীরা নতুন নতুন পন্থায় অপরাধ করছে। তারা বিশ্বের অন্য দেশে বসেও সাইবার হামলা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে। সোমবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সূত্র : রাইজিংবিডি.কম SHARES জাতীয় বিষয়: