ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২ অনলাইন ডেস্ক : ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার (১১ সেপ্টেম্বর) দূপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব আলিপুর এলাকায় হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের মাঠে না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় আসার জন্য ভোটের কোনো বিকল্প নেই। পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসুক। জনগণ যদি তাদের ভোট দেয়, তারা ক্ষমতায় এসে দেশ চালাক। ভোটের বিকল্প মারপিট বা হরতাল নয়। হরতাল হলে শ্রমজীবী মানুষের পরিবার না খেয়ে থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং আপনারা যদি মনে করেন, শেখ হাসিনা ভালো কাজ করেছেন, তাকে দরকার, তার গায়ে শক্তি আছে, বুদ্ধি আছে, তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন, এটা আমার অনুরোধ। বিএনপি নেতা মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে টাকা পাচার করার অভিযোগ করেছেন। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির এ অভিযোগ করার জন্য জায়গা আছে, আদালত আছে। আর না হলে অভিযোগ করার বড় জায়গা হচ্ছে এ দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। এ জনগণের আদালত প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে বসে। সে আদালতে আসতে হবে। তখন যদি তিনি বলেন, নির্বাচন হবে না, এটা হবে না। এটা জনগণ মানবে না। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। এগুলো অভিযোগ, এভাবে রাজনীতি করা যায় না। এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা প্রমুখ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: