রাজধানীর বিজয়নগরে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

News News

Desk

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টন থানার বিজয়নগরে ‘হোটেল ৭১’- এর পেছনে একটি তিন তলা ভবনের ওপরের তলায় (টিনশেড) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সেখানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সালাউদ্দীন মিয়া ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তৃতীয়তলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত পাকা। দ্বিতীয়তলায় একটি হোটেল আছে।

আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের (টিভি মেরামতের কারখানা) একটি কারখানা আছে বলে আমরা জানতে পেরেছি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম