
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বরিশালের প্রশাসন। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে তারা।
সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৫ আগস্ট) ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বান্দ রোড বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন এর আয়োজনে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়েদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাশাপাশি জেলা শিশু একাডেমির শিশুদের মাঝে বিভিন্ন বিষয়ের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পরে প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে বরিশাল জেলায় তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ বিতরণ করেন অতিথিরা।
এদিকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ২ টায় জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) মোহাম্মদ নজরুল হোসেন, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো, সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল মঞ্জুরুল আহসান ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দসহ খেলোয়াড় বৃন্দরা।
দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজের শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।