রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

News News

Desk

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজারের পলিথিন কারখানার আগুন দুই ঘণ্টা ২০ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজার কামালবাগের দেবীদ্বারঘাটের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন।

তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে।

দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সূত্র : দেশ রূপান্তর