অবশেষে খোলাবাজারে ডলারের দাম কমল News News Desk প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২ অনলাইন ডেস্ক : অবশেষে কিছুটা নিম্নমুখী ডলারের বাজার। গত বৃহস্পতিবার ১২০ টাকায় বিনিময় হওয়া এই মার্কিন মুদ্রা রবিবার (১৪ আগস্ট) বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। মানি এক্সচেঞ্জ হাউজ সূত্রে জানা যায়, বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। বিপরীতে কমেছে ক্রেতা। ফলে বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর, দাম কমতে শুরু করেছে ডলারের। বাণিজ্যিক ব্যাংকগুলোতে আজ প্রতি ডলার বিনিময় হচ্ছে সর্বোচ্চ ১০৪ টাকায়। কোনো কোনো ব্যাংকে এর দাম নেমেছে ১০২ টাকায়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যা বিক্রি হয় ১০৫ টাকা দরে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অর্থনৈতিক বিষয়: