আগস্টেও রেমিট্যান্সের জোয়ার, প্রথম সাত দিনে এলো ৫ হাজার কোটি টাকা

News News

Desk

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২২

অনলাইন ডেস্ক : অর্থনীতি নিয়ে নানা আলোচনা-উৎকণ্ঠার মধ্যেই আগস্টে মাসের প্রথম সাত দিনে ৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার (ডলারপ্রতি ৯৫ টাকা) হিসাবে পাঁচ হাজার ২২৫ কোটি টাকা।

গত মাসে ২০৯ কোটি ডলার বা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্য মতে, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে যে রেমিট্যান্স (৫৫ কোটি ডলার) এসেছে, তা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি।

ওই সময় ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে।

এরই ধারাবাহিকতায় গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় আসে দেশে। মাসটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা।

দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন