বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় এলো এমভি উহইওন হোপ

News News

Desk

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি উহইওন হোপ।

শনিবার (৬ আগস্ট) বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে পৌঁছায় জাহাজটি।

এসময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাহাজটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ চালানে ২৬৭ প্যাকেজের ২ হাজার ৩৫০ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে। এসব পণ্য ভিয়েতনামের আইএইচআই ইনফ্রাসট্রাকচার এশিয়া লিমিটেড কোম্পানি উৎপাদন করেছে।

গত ২৫ জুলাই ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটিতে ফ্যাবরিকেটেড স্টিল ট্রাস মেম্বার উইত্থ লেটারাল ফোর্স সাপোর্ট এসেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, স্টিলের কাঠামোর এসব মালামাল খালাসের প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম