করোনা : দেশে মৃত্যু ২, শনাক্ত ২৭৮

News News

Desk

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন পুরুষ ও একজন নারী। তারা দুজনই সিলেট বিভাগের বাসিন্দা।

এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০০ জনে। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৮ জন। শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ।

মহামারী শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়।

পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪০৪টি নমুনা। মহামারীর শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন।

সূত্র : দেশ রূপান্তর