চট্টগ্রাম বন্দর থেকে এক কন্টেইনার মদ উদ্ধার News News Desk প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২ অনলাইন ডেস্ক : এবার চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে এক কন্টেইনার মদ জব্দ করেছে কাস্টমস হাউস। রবিবার (২৪ জুলাই) দুপুরে কাস্টমসের এআইআর শাখা এ চালানটি জব্দ করে। কন্টেইনারের মদ কি পরিমাণ মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি। এআইআর শাখার ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ‘রবিবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ নম্বর ইয়ার্ডের ১৩ নং শেড থেকে এক কন্টেইনার মদ জব্দ করা হয়। বৃষ্টির কারণে কন্টেইনারে কি পরিমাণ, কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড