কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

News News

Desk

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২২

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা থেকে জানানো হয়, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হবে, রাত ৮টার পর মার্কেট বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি বলেও জানানো হয়।

সূত্র : দেশ রূপান্তর