হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবি, ৪ নারীর মৃত্যু News News Desk প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর ৬ জন নারী ও দুইজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছার পর ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়।এতে দুই পুরুষ ও দুই নারী সাতরে তীরে উঠলেও বাকি চার নারী ডুবে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের বাসিন্দা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড