ডেঙ্গু : দেশে একদিনে ৫১ রোগী হাসপাতালে ভর্তি News News Desk প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীসহ সারা দেশে একদিনে ডেঙ্গুতে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরে ১২ জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৫১ জন নিয়ে এই মৌসুমে ডেঙ্গুতে এক হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছে। এদিকে, ঈদের ছুটিতে এডিস মশা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন তাঁরা। একইসঙ্গে আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছিলেন। বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরে ১২ জন আক্রান্ত হয়েছে। গতকাল ছিল ৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৮ জন। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১২৬ জন ও ঢাকার বাইরে ৪৩ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: