করোনা : দেশে মৃত্যু ৩, শনাক্ত ৯৩৯ News News Desk প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২২ অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৯৩৯ জন রোগী। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৯৮ জনে, আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৯ জুলাই) বিকেলে এ সব তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: