গাজীপুরে পোড়াবাড়ী এলাকায় টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

News News

Desk

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

অনলাইন ডেস্ক : গাজীপুরের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, কাপড় ও ঝুটসহ মেশিনপত্র।

রবিবার (২৬ জুন) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন পোড়াবাড়ী এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকাস্থ র‌্যাব’র ট্রেনিং স্কুল সংলগ্ন সিগমা কমফোর্ট নামের একটি টেক্সটাইল মিলে ঝুট ও তুলা থেকে সুতা এবং কাপড় উৎপাদন করা হয়।

রবিবার (২৬ জুন) বিকেল তিনটার দিকে এ কারখানায় রাখা ঝুটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

বিকেল ৪টা ৫০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, কাপড় ও ঝুটসহ মেশিনপত্র। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড