মেসির জোড়া গোলে নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল মায়ামি

News News

Desk

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

অনলাইন ডেস্ক : মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। প্রতি ম্যাচেই গোল অথবা অ্যাসিস্টে জড়িয়ে থাকছেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি, আর এই জয়ে মূল ভূমিকা রেখেছেন মেসি।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে তবে নিজের চেনা রূপে ফেরেন তিনি।

ম্যাচের ৭৪ এবং ৮৬ মিনিটে পরপর দুই গোল করেন মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ফিরে এসে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজও।

এই জয়ের ফলে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া, দ্বিতীয় স্থানে এফসি সিনসিনাটি। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মায়ামি।

এছাড়া মেসির গোল সংখ্যা এখন ২৪। গোলের পাশাপাশি অ্যাসিস্ট মিলিয়ে মোট ৩৭টি গোলে অবদান রেখেছেন তিনি, যা এমএলএসে সর্বোচ্চ।

একইসঙ্গে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে নতুন ইতিহাসও গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড