এনসিপির আখতারের ওপর ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন প্রেস সচিব News News Desk প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ অনলাইন ডেস্ক : নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের লাঞ্ছিত করা এবং এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে এটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। ব্রিফিংয়ে প্রেস সচিব জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিংয়ে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকসহ সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড