ভারত ম্যাচের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ

News News

Desk

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

জানা গেছে, ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান লিটন। এরপর তিনি আর ব্যাট করতে পারেননি। শুরুতে ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান তিনি। মাঠেই তখন তাকে শুশ্রূষা দেয়া হয়। এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, লিটনের চোট গুরুতর নয়।

আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ।

টানা দুই ম্যাচের আগে সোমবারই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড