খালি পেটে গ্রিন টি খাওয়া কি ঠিক? News News Desk প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫ অনলাইন ডেস্ক : গ্রিন টি শরীরের জন্য কতটা উপকারী এটা কমবেশি সবারই জানা। নিয়মিত গ্রিন টি খেলে হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয়, রক্তচাপ কমে, কোলেস্টেরল ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন টি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খালি পেটে খাওয়া মোটেও ঠিক নয়। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। যেমন- অ্যাসিডিটির সমস্যা : প্রতিদিন সকালে খালি পেটে গ্রিন টি পান করলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিত পারে। গ্যাস্ট্রাইটিস : খালি পেটে গ্রিন টি পান করলে হজমের সমস্যা এবংগ্যাস্ট্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে। অনিদ্রা : অতিরিক্ত এবং খালি পেটে নিয়মিত গ্রিন টি পানে অুনদ্রার সমস্যা দেখা দিতে পারে। আয়নের ঘাটতি : গ্রিন টিতে থাকা ট্যানিন শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। এর ফলে দুর্বলতা দেখা দিতে পারে। কিভাবে পান করবেন? খাবার খাওয়ার পর কিংবা সকালের নাশতার সাথে গ্রিন টি পান করতে পারেন। এতে হজম ভালো হবে। শরীরের জন্যও উপকারী হবে। SHARES স্বাস্থ্য বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড